বিশেষ তথ্য
মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সঠিকভাবে শিক্ষার্থীদের জানানোর জন্যই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আমি মনে করি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ এবং বর্তমান-উত্তর প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের মতো অজেয় করতে এ উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে কলেজর আইসিটি ভবনের ৪র্থ তলায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত ও স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে কলেজের ওয়েবসাইটেও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার সংযোজনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী বিভিন্ন দূর্লভ আলোকচিত্রের সমাবেশ ঘটানো হয়েছে যা পরবর্তীতে আরও সমৃদ্ধ করা হবে।
অধ্যক্ষ
রুহিয়া ডিগ্রি কলেজ