মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র শুভ জন্মদিন উদযাপনের কর্মসূচি
এতদ্বারা রুহিয়া ডিগ্রি কলেজের সকল বর্ষের ও সকল বিভাগের ছাত্র/ছাত্রীদের জানান যাচ্ছে যে, আধুনিক বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র 76 তম শুভ জন্মদিন 28/09/2022 খ্রি: উদযাপনের লক্ষ্যে অত্র কলেজ নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি:
১। সাম্প্রতিককালে আমাদের সবচাইতে বড় অর্জন ‘পদ্মা সেতু’ নির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপ আমাদের গর্বিত করেছে। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের পদ্মাসেতু’র অর্জনে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে শুভেচ্ছা বার্তা লিখতে হবে।
২। শুভেচ্ছা বার্তাটি ১০০ শব্দের মধ্যে হতে হবে।
৩। শুভেচ্ছো বার্তায় পদ্মা সেতু নির্মানে ও বাংলাদেশের অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের চিত্র ফুটে উঠাতে হবে।
উল্লেক্ষ্য যে, উক্ত কর্মসূচি পালনের লক্ষ্যে আগামী ২৮/০৯/২০২২ খ্রি: তারিখ দুপুর ১২.০০ টার মধ্যে অত্র কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক জনাব মো: জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ করা হল।
অধ্যক্ষ
রুহিয়া ডিগ্রি কলেজ।
Location:
রুহিয়া ডিগ্রি কলেজRUHEA DEGREE COLLEGE
গ্রাম: ঘনিমহেষপুর ,ডাকঘর: রুহিয়া, উপজেলা ও জেলা: ঠাকুরগাও, Main Campus
Copyright © RUHEA DEGREE COLLEGE, Thakurgaon 2023. Designed & Developed By Momtaj Trading(Pvt.) Ltd.