Style Options
উচ্চ মাধ্যমিক (বিএমটি) বর্ষ মধ্য পরীক্ষা-2025 এর সময়সূচী  |  উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা-2025 এর সময়সূচী  |  রুহিয়া ডিগ্রি কলেজের অনার্স ৩য়বর্ষ (2020-2021) শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের ইনকোর্স পরীক্ষা-2023  |  রুহিয়া ডিগ্রি কলেজে 2023-24 শিক্ষাবর্ষে 1ম বর্ষ স্নাতক (সম্মান) 2য় ও সর্বশেষ রিলিজ স্লিপের ভর্তি বিজ্ঞপ্তি  |  রুহিয়া ডিগ্রি কলেজের অনার্স 3য় বর্ষ (2020-21) শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন।  |  রুহিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা-2024 এর সকল পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পাসের নম্বরপত্র ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র জরুরি ভিত্তিতে জমাদান প্রসঙ্গে।  |  অনার্স 2য়বর্ষ (2021-2022) শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের ফরমপূরণ সংক্রান্ত নোটিশ।  |  অনার্স 2য় বর্ষ(2021-2022) শিক্ষাবর্ষের 2য় ইনকোর্স পরীক্ষা আগামী 21/07/2024 খ্রি: শুরু হবে  |   ল্যাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ   |  HSC(জেনারেল) ২য় বর্ষ টিউটোরিয়াল পরীক্ষার রুটিন   |  রোভার স্কাউট ও গার্ল ইন রোভারে ভর্তি বিজ্ঞপ্তি   |  ডিগ্রি/ অনার্স কোর্সের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন প্রসঙ্গে।  |  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩   |   ডিগ্রি (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি ২০২৩ ।  |  ১০৩ জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু ‍দিবষ ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন   |  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি :  |  শ্রী শ্রী দূর্গাপূজা, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী ও প্রবারনা পূর্নিমা উপলক্ষ্যে ছুটির নোটিশ  |  শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিসপ্তাহে শুক্রবার ও শনিবার কলেজ বন্ধের নোটিশ।  |  উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ (মানবিক /ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান) শাখার বার্ষিক পরীক্ষার রুটিন-২০২২  |  উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (মানবিক /ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান) শাখার প্রস্তুতিমূলক পরীক্ষার রুটিন-২০২২  |  
3October

রুহিয়া ডিগ্রি কলেজে 2023-24 শিক্ষাবর্ষে 1ম বর্ষ স্নাতক (সম্মান) 2য় ও সর্বশেষ রিলিজ স্লিপের ভর্তি বিজ্ঞপ্তি

October 3, 2024

এতদ্বারা রুহিয়া ডিগ্রি কলেজে অনার্স ১ম বর্ষ (2023-24) শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, অত্র কলেজে ২য় ও সর্বশেষ রিলিজ সিপ্লের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করে আগামী 20/10/2024 খ্রি: তারিখের মধ্যে নিম্নবর্ণি ত কাগজপত্র , বেতন ও ভর্তি ফি দিয়ে অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়ার জন্য বলা হল।

বিবরণ:

১। এইচএসসি পাশের মূল মার্কশীট ও প্রশংসাপত্র, ২। এইচএসসি পাশের  মার্কশীট ও প্রশংসাপত্র ফটোকপি ২ কপি, ৩। এসএসসি পাশের মার্কশীট ও প্রশংসাপত্রের ফটোকপি ২ কপি, ৪। সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ৪ কপি, ৫। ভর্তি ফি ৬২০০/- টাকা, ৬। মাসিক বেতন ৬০০x১২= ৭২০০/- টাকা।

স্বাক্ষরিত

অধ্যক্ষ 

রুহিয়া ডিগ্রি কলেজ

রুহিয়া, ঠাকুরগাঁও।