রুহিয়া ডিগ্রি কলেজে 2023-24 শিক্ষাবর্ষে 1ম বর্ষ স্নাতক (সম্মান) 2য় ও সর্বশেষ রিলিজ স্লিপের ভর্তি বিজ্ঞপ্তি
এতদ্বারা রুহিয়া ডিগ্রি কলেজে অনার্স ১ম বর্ষ (2023-24) শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, অত্র কলেজে ২য় ও সর্বশেষ রিলিজ সিপ্লের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করে আগামী 20/10/2024 খ্রি: তারিখের মধ্যে নিম্নবর্ণি ত কাগজপত্র , বেতন ও ভর্তি ফি দিয়ে অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়ার জন্য বলা হল।
বিবরণ:
১। এইচএসসি পাশের মূল মার্কশীট ও প্রশংসাপত্র, ২। এইচএসসি পাশের মার্কশীট ও প্রশংসাপত্র ফটোকপি ২ কপি, ৩। এসএসসি পাশের মার্কশীট ও প্রশংসাপত্রের ফটোকপি ২ কপি, ৪। সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ৪ কপি, ৫। ভর্তি ফি ৬২০০/- টাকা, ৬। মাসিক বেতন ৬০০x১২= ৭২০০/- টাকা।
স্বাক্ষরিত
অধ্যক্ষ
রুহিয়া ডিগ্রি কলেজ
রুহিয়া, ঠাকুরগাঁও।
Location:
রুহিয়া ডিগ্রি কলেজRUHEA DEGREE COLLEGE
গ্রাম: ঘনিমহেষপুর ,ডাকঘর: রুহিয়া, উপজেলা ও জেলা: ঠাকুরগাও, Main Campus
Copyright © RUHEA DEGREE COLLEGE, Thakurgaon 2025. Designed & Developed By Momtaj Trading(Pvt.) Ltd.