Style Options
রুহিয়া ডিগ্রি কলেজে 2023-24 শিক্ষাবর্ষে 1ম বর্ষ স্নাতক (সম্মান) 2য় ও সর্বশেষ রিলিজ স্লিপের ভর্তি বিজ্ঞপ্তি  |  রুহিয়া ডিগ্রি কলেজের অনার্স 3য় বর্ষ (2020-21) শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন।  |  রুহিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা-2024 এর সকল পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পাসের নম্বরপত্র ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র জরুরি ভিত্তিতে জমাদান প্রসঙ্গে।  |  অনার্স 2য়বর্ষ (2021-2022) শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের ফরমপূরণ সংক্রান্ত নোটিশ।  |  অনার্স 2য় বর্ষ(2021-2022) শিক্ষাবর্ষের 2য় ইনকোর্স পরীক্ষা আগামী 21/07/2024 খ্রি: শুরু হবে  |   ল্যাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ   |  HSC(জেনারেল) ২য় বর্ষ টিউটোরিয়াল পরীক্ষার রুটিন   |  রোভার স্কাউট ও গার্ল ইন রোভারে ভর্তি বিজ্ঞপ্তি   |  ডিগ্রি/ অনার্স কোর্সের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন প্রসঙ্গে।  |  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩   |   ডিগ্রি (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি ২০২৩ ।  |  ১০৩ জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু ‍দিবষ ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন   |  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি :  |  শ্রী শ্রী দূর্গাপূজা, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী ও প্রবারনা পূর্নিমা উপলক্ষ্যে ছুটির নোটিশ  |  শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিসপ্তাহে শুক্রবার ও শনিবার কলেজ বন্ধের নোটিশ।  |  উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ (মানবিক /ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান) শাখার বার্ষিক পরীক্ষার রুটিন-২০২২  |  উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (মানবিক /ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান) শাখার প্রস্তুতিমূলক পরীক্ষার রুটিন-২০২২  |  উচ্চ মাধ্যমিক(বি ,এম) প্রস্তুতিমূলক পরীক্ষা-2022 এর সময়সূচী  |  ★ ৪ বছর মেয়াদি অনার্স কোর্সে রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি ★   |  শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১৮-০৮-২০২২ খ্রি: তারিখ রোজ- বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে।  |  

বিশেষ তথ্য

রুহিয়া ডিগ্রি কলেজ ঠাকুরগাঁও জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতার পরপরই অত্র এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে ১৯৭২সালে  কলেজটি প্রতিষ্ঠিত করে এলাকার কিছু বিদ্যানুরাগী ব্যক্তি।  কলেজটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ন জয়ন্তী ২০২২ উদযাপনে সবার ঐকান্তিক প্রচেষ্টা ,এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা সহ সুবর্নজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সকল নিয়মিত এবং প্রাপ্তন শিক্ষার্থীদের  আহবান জানাচ্ছি ।

অধ্যক্ষ

রুহিয়া ডিগ্রি কলেজ