Style Options
ল্যাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ   |  HSC(জেনারেল) ২য় বর্ষ টিউটোরিয়াল পরীক্ষার রুটিন   |  রোভার স্কাউট ও গার্ল ইন রোভারে ভর্তি বিজ্ঞপ্তি   |  ডিগ্রি/ অনার্স কোর্সের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন প্রসঙ্গে।  |  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩   |   ডিগ্রি (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি ২০২৩ ।  |  ১০৩ জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু ‍দিবষ ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন   |  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি :  |  শ্রী শ্রী দূর্গাপূজা, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী ও প্রবারনা পূর্নিমা উপলক্ষ্যে ছুটির নোটিশ  |  শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিসপ্তাহে শুক্রবার ও শনিবার কলেজ বন্ধের নোটিশ।  |  উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ (মানবিক /ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান) শাখার বার্ষিক পরীক্ষার রুটিন-২০২২  |  উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (মানবিক /ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান) শাখার প্রস্তুতিমূলক পরীক্ষার রুটিন-২০২২  |  উচ্চ মাধ্যমিক(বি ,এম) প্রস্তুতিমূলক পরীক্ষা-2022 এর সময়সূচী  |  ★ ৪ বছর মেয়াদি অনার্স কোর্সে রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি ★   |  শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১৮-০৮-২০২২ খ্রি: তারিখ রোজ- বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে।  |  ১৫ আগষ্ট ২০২২ জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর আংশিক পাঠ প্রতিযোগিতার ফলাফল-২০২২।  |  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস-২০২২’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে রুহিয়া ডিগ্রি কলেজ কর্তৃক গৃহীত কর্মসূচী:  |  কলেজের সুবর্ণ জয়ন্তীর সঙ্গীত ও নৃত্য পরিবেশনের জন্য আগ্রহী ছাত্র/ছাত্রীদের নামের তালিকা জমাদান প্রসঙ্গে।  |  পবিত্র আশুরা (মহররম) উপলক্ষে ছুটির নোটিশ  |  রোভার স্কাউট দল গঠন প্রসঙ্গে  |  

Academics

প্রতিষ্ঠা : ১৯৭২ খ্রিঃ
নামঃ  কলেজ কলেজ
আধুনিক বিশ্বের ৪৮ টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ ১১তম। কৃষি প্রধান বাংলাদেশের অগ্রগ্রতি ও উন্নয়নের স্বার্থেই কৃষিক্ষেত্রে সর্বাধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি পরিকল্পিত প্রয়োগ ও প্রসার নিশ্চিত করা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় অপরিচার্য। বিজ্ঞান ও প্রযুক্তির এ বিশ্বে এবং বৈপ্লবিক পরিবর্তনের এ যুগে কৃষি নির্ভর বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর জনপদের মনোরম, শান্ত ও প্রাকৃতিক পরিবেশে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং দেশবাসীর ভালবাসায় লালিত একটি স্বপ্নের বাস্তবায়ন হলো রুহিয়া কলেজ। সবুজ শ্যামল ও গ্রামীন পরিমন্ডলে প্রায় ১৭ একর এলাকা নিয়ে গড়ে ওঠেছে এ কলেজ চত্তর। হাটি হাটি পা পা করে গড়ে ওঠা এ ইতিহাস।
উক্ত কলেজটি এইচ এস সি(বিজ্ঞান,মানবিক ও বানিজ্য শাখা) বিএমটি শাখায় কম্পিউটার, হিসাববিজ্ঞান, সাচিবিকবিদ্যা ও ফিনান্স ৪টি ট্রেড ডিগ্রি পাস কোর্স এর বিএ, বিবিএস, বিএসসি,বিএসএস ৪টি কোর্স এবং  প্রতন্ত্য অঞ্চলে অনার্স শাখায় প্রথম বারের মত ইতিহাস, রাস্টবিজ্ঞান, দর্শন, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা  সহ মোট ৫টি অনুষদে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 
অবস্থান :
ঠাকুরগাঁও থেকে মাত্র ১৮ কিলোমিটার উত্তর পশ্চিমে দৃষ্টিনন্দন ক্যাম্পাসটি অবস্থিত।

যাতায়াত ব্যবস্থা :
রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দুরে অবস্থিত হলেও বাস, ট্রেন ও বিমান যোগে রাজধানীর সাথে এর রয়েছে অত্যন্ত সুন্দর যাতায়াত ব্যবস্থা।
ভৈৗত সুবিধে :
কলেজের এ সুন্দর চত্তরে আছে ০৫ একাডেমিক ও ০১টি প্রশাসনিক ভবন, এক হাজারেরও বেশি বইসহ অত্যাধুনিক লাইব্রেরী। ছাত্র-শিক্ষকদের মধ্যে সোহার্দপূর্ণ সংযোগের লক্ষ্যে রয়েছে ছাত্র-শিক্ষক কেন্দ্র। খেলার মাঠ, একটি শহীদ মিনার । অধিকন্তু দুস্প্রাপ্য গাছ-গাছালির  এক বিশাল ও ইর্ষণীয় সংগ্রহ নিয়ে গড়ে ওঠেছে ক্যাম্পাসের শ্যামল ও প্রাকৃতি পরিবেশ।

জনবল :
অধ্যক্ষ মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে বর্তমানে ৬৬ জন শিক্ষক, ১৫ জন কর্মকর্তা ও কর্মচারী এ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের একটি কলেজে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।