অধ্যক্ষের বাণী
রুহিয়া ডিগ্রি কলেজ ঠাকুরগাঁও জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই এলাকার কিছু বিদ্যানুরাগী ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টা এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিষ্ঠাকালে যাদের অনন্য অবদান অনস্বীকার্য তারা হলেন, সাবেক পানিসম্পদ ও খাদ্য মন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন, জনাব মরহুম নুরল ইসলাম (সাবেক চেয়ারম্যান), জনাব মরহুম নুরল হক বোমবার্ড (সাবেক চেয়ারম্যান) এবং জনাব মোঃ তৈমুর রহমান (সাবেক ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান) এছাড়াও যাঁরা কলেজ প্রতিষ্ঠার জন্য জমি, অর্থ, মেধা, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
বাংলাদেশ আজ উন্নত বিশ্বের সাথে তথ্য প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে দুর্বার এগিয়ে চলছে। একারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ যেন সহজে কলেজের তথ্য পেতে পারে সেই লক্ষে একটি ডায়নামিক ওয়েবসাইট প্রস্তুত করা হলো। আশা করি এই ওয়েবসাইটটি ব্যবহার করে সকলে উপকৃত হবে। সংক্ষিপ্ত তথ্য দিয়ে ওয়েবসাইটটির যাত্রা শুরু হলো। ভবিষ্যতে এটি আরও উন্নত ও তথ্য নির্ভর হবে।