Style Options
ল্যাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ   |  HSC(জেনারেল) ২য় বর্ষ টিউটোরিয়াল পরীক্ষার রুটিন   |  রোভার স্কাউট ও গার্ল ইন রোভারে ভর্তি বিজ্ঞপ্তি   |  ডিগ্রি/ অনার্স কোর্সের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন প্রসঙ্গে।  |  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩   |   ডিগ্রি (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি ২০২৩ ।  |  ১০৩ জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু ‍দিবষ ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন   |  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি :  |  শ্রী শ্রী দূর্গাপূজা, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী ও প্রবারনা পূর্নিমা উপলক্ষ্যে ছুটির নোটিশ  |  শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিসপ্তাহে শুক্রবার ও শনিবার কলেজ বন্ধের নোটিশ।  |  উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ (মানবিক /ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান) শাখার বার্ষিক পরীক্ষার রুটিন-২০২২  |  উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (মানবিক /ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান) শাখার প্রস্তুতিমূলক পরীক্ষার রুটিন-২০২২  |  উচ্চ মাধ্যমিক(বি ,এম) প্রস্তুতিমূলক পরীক্ষা-2022 এর সময়সূচী  |  ★ ৪ বছর মেয়াদি অনার্স কোর্সে রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি ★   |  শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১৮-০৮-২০২২ খ্রি: তারিখ রোজ- বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে।  |  ১৫ আগষ্ট ২০২২ জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর আংশিক পাঠ প্রতিযোগিতার ফলাফল-২০২২।  |  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস-২০২২’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে রুহিয়া ডিগ্রি কলেজ কর্তৃক গৃহীত কর্মসূচী:  |  কলেজের সুবর্ণ জয়ন্তীর সঙ্গীত ও নৃত্য পরিবেশনের জন্য আগ্রহী ছাত্র/ছাত্রীদের নামের তালিকা জমাদান প্রসঙ্গে।  |  পবিত্র আশুরা (মহররম) উপলক্ষে ছুটির নোটিশ  |  রোভার স্কাউট দল গঠন প্রসঙ্গে  |  

বিভিন্ন আন্দোলন

Picture

বৃটিশ বিরোধী আন্দোলন:
১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলায় বৃটিশ শাসনের সূচনা হয়। প্রায় দুইশত বছর বৃটিশ শাসনের অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে বাংলায় বহু আন্দোলন গড়ে উঠে । এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আন্দোলন হল- ফকির সন্ন্যাস বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ওয়াহাবী বিদ্রোহ, ফরাজী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, নীল ও কৃষক বিদ্রোহ ইত্যাদি ।
ফকির সন্ন্যাস বিদ্রোহ:- এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন মজনু শাহ। তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন মুশা শাহ্, চেরন আলী শাহ্ এবং পরান শাহ্ । এই বিদ্রোহ ১৭৬০ সালে শুরু হয়ে প্রায় ৪০ বছর স্থায়ী হয় এবং বিদ্রোহের উল্লেখযোগ্য আন্দোলন হল ঢাকার কোম্পানী আক্রমন এবং দখল, রংপুরে লেফটেন্যান্ট কীনের সেনাদলকে পরাস্ত করে কীনকে হত্যা । রংপুরের শ্যামগঞ্জে ইংরেজ সেনাদলকে পরাস্ত করে ক্যাপ্টেন টমাসকে হত্যা ইত্যাদি ।
কৃষক বিদ্রোহ :-  ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ইংরেজরা দেশীয় জমিদার শ্রেণি সৃষ্টি করে । জমিদারদের অত্যাচারে অতিষ্ট হয়ে দরবেশ করম শাহ্রে নেতৃত্বে পাবর্ত্য গারো  এবং হাজংবা ময়মনসিংহ ও শেরপুর অঞ্চলে বিদ্রোহ করে । করম শাহ্রে মৃত্যুর পর তার পুত্র টীপুর নেতৃত্বে এই আন্দোলন চলমান থাকে।
ওয়াহাবী বিদ্রোহ :- মীর নিসার আলী খান তিতুমীরের নেতৃত্বে এই আন্দোলনের সূত্রপাত হয় ১৮৩১ সালে । বিদ্রোহীরা ইংরেজদের নীলকুঠি পুড়িয়ে দেয় । জমিদারদের কাছারি আক্রমন করেন, থানা আক্রমন করে দারোগাকে হত্যা করেন । ১৮৩১ সালের ১৪ নভেম্বর কোলকাতার অদূরে নারিকেলবাড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বাহিনীর সাথে তুমুল যুদ্ধের পর কোম্পানী বাঁশের কেল্লা দমন করে এবং যুদ্ধক্ষেত্রে তিতুমীর নিহত হন ।