Style Options
ল্যাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ   |  HSC(জেনারেল) ২য় বর্ষ টিউটোরিয়াল পরীক্ষার রুটিন   |  রোভার স্কাউট ও গার্ল ইন রোভারে ভর্তি বিজ্ঞপ্তি   |  ডিগ্রি/ অনার্স কোর্সের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন প্রসঙ্গে।  |  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩   |   ডিগ্রি (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি ২০২৩ ।  |  ১০৩ জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু ‍দিবষ ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন   |  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি :  |  শ্রী শ্রী দূর্গাপূজা, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী ও প্রবারনা পূর্নিমা উপলক্ষ্যে ছুটির নোটিশ  |  শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিসপ্তাহে শুক্রবার ও শনিবার কলেজ বন্ধের নোটিশ।  |  উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ (মানবিক /ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান) শাখার বার্ষিক পরীক্ষার রুটিন-২০২২  |  উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (মানবিক /ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান) শাখার প্রস্তুতিমূলক পরীক্ষার রুটিন-২০২২  |  উচ্চ মাধ্যমিক(বি ,এম) প্রস্তুতিমূলক পরীক্ষা-2022 এর সময়সূচী  |  ★ ৪ বছর মেয়াদি অনার্স কোর্সে রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি ★   |  শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১৮-০৮-২০২২ খ্রি: তারিখ রোজ- বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে।  |  ১৫ আগষ্ট ২০২২ জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর আংশিক পাঠ প্রতিযোগিতার ফলাফল-২০২২।  |  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস-২০২২’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে রুহিয়া ডিগ্রি কলেজ কর্তৃক গৃহীত কর্মসূচী:  |  কলেজের সুবর্ণ জয়ন্তীর সঙ্গীত ও নৃত্য পরিবেশনের জন্য আগ্রহী ছাত্র/ছাত্রীদের নামের তালিকা জমাদান প্রসঙ্গে।  |  পবিত্র আশুরা (মহররম) উপলক্ষে ছুটির নোটিশ  |  রোভার স্কাউট দল গঠন প্রসঙ্গে  |  

৫২ এর ভাষা আন্দোলন

Picture

১৯৫২ সালের ভাষা আন্দোলন :- পাকিস্তান রাষ্ট্রটির জন্মের পর থেকেই উর্দূকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র চলতে থাকে । 
১৯৫২ সালের ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দীন উর্দূকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে এর প্রতিবাদে ছাত্র আন্দোলন গড়ে উঠে । বঙ্গবন্ধু কারাগারে বন্দী অবস্থায় আন্দোলনের নির্দেশনা দেন । বঙ্গবন্ধু ১৪ ফেব্রæয়ারি থেকে টানা ১৩ দিন অনশন করেন ।
২১ শে ফেব্রæয়ারি ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষার দাবি আদায়ের দিবস পালন করার জন্য ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হয় এবং ঐদিন ১৪৪ ধারা জারি ছিল । ১৪৪ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা দাবি আদায়ের মিছিল বের করলে পুলিশ ছাত্রদের উপর গুলি চালায় । পাকিস্তানী শাসকের বর্বরোচিত হামলায় সালাম, বরকত, জব্বার, রফিক, শফিক, অহিউল্লাহসহ আরো অনেক নাম না জানা ছাত্র শহীদ হন । দিবসটি এখন শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় ।